>> ইদানিং হুদাহুদি বাংলা গানের স্ট্যাটাস দেই। কবে যে এই গান গুলা লাস্ট শুঞ্ছিলাম তাই মনে নাই... লিরিক্স মিরিক্স ঠিক আছে কিনা তাও সিউর না। ভুল হইলে কেউ খোঁচা দিয়েন না। পোকিং সভ্যতা বহির্ভুত ক্রিয়া। নিরতিশয় প্রয়জোন না হইলে পোকাইবেন না। যেইরকম অন্রকদিন শুভ্র দাদার খোজ খবর না দেখিয়া আমি উনাকে পোকাইছি। আপনারাও আমার ক্ষেত্রে সম আচরন করিবেন আশা করি। আরেকটা গান দেই। সুমনের গান। গানের নাম, এলবামের নাম কিছুই মনে নাই... চাইছ কেন তোমরা সব যা নেই আমার দেবার শুনবে তোমরা কিভাবে এই বোবার চিৎকার জানালার ঐ পাশটাতে ছিল আকাশ নীল আটকে দিলে তোমরা আমায় ঘরে একাকী তবে কেন চাও তোমরা ফিরে আমাকে পেতে চাই না আর কিছু হারানোর ভয়ে তবে কেন চাও তোমরা ফিরে আসি আজ গানের খাতায় থাকলো পরে আমার অভিমান... সুন্দর না? আপনি স্বীকার না করলেও কিছু যায় আসে না। আমি আমার রুচির উপর কনফিডেন্ট। আমি মানুষ কম দামি হইলেও আমার রুচি এলিগ্যান্ট... আবীর ১৩ই সেপ্টেম্বার ২০৯০
Likes: 6
Comments: 1
No comments:
Post a Comment