>> হলি, বলি, ঢালি, টালি, টলি যেই কাষ্ঠই হোকনা ক্যান এলিয়েনের সাথে প্রেম পিরীতি ওয়ালা কাহিনী বন্ধ করা দরকার। এই লাভ কে ট্যাব্যু ঘোষণা করা উচিত। প্রেম সম প্রজাতির ভেতরে সীমাবদ্ধ রাখাই বিবর্তনিয় শিক্ষা। এলিয়েনের সাথে মানুষের প্রেম মানে উভয় প্রজাতির আশু বিলুপ্তি। সমকামের মত এটাকেও গর্হিত কাজ হিসেবে গণ্য করতে হবে এবং পরবর্তী প্রজন্ম যাতে করে এই এলিয়েন লাভ থেকে দূরে থাকতে পারে সেই লক্ষ্যে সুদূরপ্রসারী পদক্ষেপ নিউ ওয়ার্ল্ড অর্গানাইজেশনকে নিতে হবে। অন্যথায় আমরা(উইজার্ড এবং উইচেস) সকল মাগল ইউনিয়নের এবং ইন্টার-গ্যালাক্টিক এলিয়েন এ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবো। এবং আমি মাগল এবং এলিয়েন দের আরো সতর্ক করে বলতে চাই লর্ড ভোল্ডেমর্টের ডিসেন্ডেন্টস এখনও আমাদের মাঝে বেঁচে আছে এবং তারা সব সময়েই মাগলদের উপর আক্রমণ করতে মুখিয়ে আছে। আপনারা এমন কোন পরিস্থিতির সৃষ্টি করবেন না যেটা থেকে আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন না। মহা বিশ্বের সকল প্রজাতি বিশুদ্ধ ও শান্তিতে থাকুক... উইঙ্গার্ডিয়াম পিচানুসেলিছ... আবির... মিনিস্টার অফ মাগল রিলেশান্স উইদ উইজার্ড এন্ড ম্যাজিকাল ক্রিয়েচার্স ১৩-১০-২০৯০
Likes: 4
Comments: 1
No comments:
Post a Comment