>> আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মানুষের উচিৎ হবে না এমন কোন প্রাণী (যোম্বি, হাল্ক, even not ক্যাপ্টেন অ্যামেরিকা) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (স্কাই-নেট, রোবট, ভেরি সুপার কম্পিউটার) তৈরি করা যেটা মানুষের সমান অথবা কাছাকাছি মানের লজিকে কাজ করবে। (i mean run করবে) দুইটা বুদ্ধিমান অস্তিত্ব এক সাথে এক গ্রহে টিকবে না। আমরা মানুষদের যেহেতু শারীরিক ভাবে তেমন একটা ক্ষমতা নেই তাই আমরাই আগে আগে এক্সটিঙ্কট করবো। এনিওয়ে, সবাইকে কুরবানির ঈদের শুভেচ্ছা। except যারা আমাকে ট্যাগিং করতেছে। ট্যাগারদের জন্য আধা কেজি গোবর বরাদ্দ করলাম। যারা আমাকে চিনেন এবং আমার বাসা চিনেন তাদের আমার বাসায় বিকেলের পরে এসে মাংস খাওয়ার নিমন্ত্রণ রইলো। (আমাদের ঘরে রান্না সব সময় একটু দেরীতেই হয়।) আবীর ২৬-১০-১২
Likes: 4
Comments: 0
No comments:
Post a Comment