Some things I usually do but not doing for a long time… ১। হাঁটাহাঁটি করছিনা কারনঃ আমি যখন ঘুম থেকে উঠি তখন সূর্য ডুবে যায়... অন্ধকারে বিনা কারণে আম্মা বাইরে যেতে দেয় না। ২। চন্দ্র-বিলাস করছিনা কারনঃ অলস হয়ে গেছি, কষ্ট করে ছাদে যেতে ইচ্ছে করে না। ৩। ছবি তুলছিনা কারনঃ ক্যামেরা বিক্রি করে দিছি। ৪। কবিতা লিখছিনা, গল্প না লিখলেও মত্স্যকন্যাদের নিয়ে একটা সিরিজ অসমাপ্ত রেখেছি... কারনঃ লিখতে আবেগ লাগে... আমার আবেগের বেগ এবং দ্রুতি নিয়মিত মন্দনের মাধ্যমে শূন্য হয়ে গেছে... জড়তা মারাত্মক রকমের বৃদ্ধি পেয়েছে... সুতরাং বড় ধরনের ব্যাহ্যিক বলের প্রভাব ব্যতীত আমার ভেতরের আবেগের বেগ পরিবর্তন হবে না। ৫। কারো নোট পড়ছিনা কারনঃ ভালো মানের নোট পাচ্ছি না এবং প্রেম ভালবাসা সংক্রান্ত জিনিষ পড়লে বমি আসার যোগাড় হয়... এই জেনারেশন ভালোবাসাকে নগ্ন ভাবেই উপস্থাপন করে... বিশ্বাস করতে কষ্ট হয় এই জাতির পূর্বপুরুষ রবীন্দ্র জীবনানন্দ... ৬। কারো ফেসবুক দেয়ালে চিকা মারছিনা কারনঃ লজ্জা লাগে... দুই কথা বলার পর তৃতীয় কথা বলতে পারি না... I feel embrassed… ৭। বই পড়ছিনা কারণ: বই নাই... কিনছিনা এবং ফ্রিতে যাদের কাছ থেকে পেতাম এরাও কিনছে না... ই-বুক ভালো লাগে না... ৮। টিভি দেখছিনা কারনঃ এই বস্তুর ভেতরে দেখার মত জিনিসের অভাব দেখা দিয়েছে... ৯। আয়োজন করে দুঃখ বিলাস করছিনা কারনঃ ৪ নাম্বার কারণ দ্রষ্টব্য ১০। বার্বিকিউ চানাচুর খাচ্ছি না, কে এফ সি যাচ্ছি না, নিজের স্যান্ডউইচ নিজে বানাচ্ছি না, মজা করে খাচ্ছি না। কারনঃ ক্ষুধা, রুচি, ঘুমের সময়ে রদবদল ১১। মোবাইল ব্যবহার করছি না... কারনঃ নষ্ট, মোহসিন ভাই মোবাইল ঠিক করে দিচ্ছে না...
Likes: 1
Comments: 0
No comments:
Post a Comment