>> আমাদের ইউনিভার্সে অন্য কোথাও কোন প্রাণী খুঁজে পেলে ঐ প্রাণীকে খাওয়া হবে কিনা কিসের উপরে ডিপেন্ড করবে জানেন? আমার তো মনে হয় প্রাণীর রূপ এই ক্ষেত্রে প্রাণীটার স্বাদের চেয়েও বেশী গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। যদি প্রাণীটা দেখতে পোকা মাকড়ের মত হয় তাহলে বেঁচে যাবে। কিন্তু যদি ঐটা দেখতে আমাদের প্রচলিত কোন ফুডের মত হয় তাহলে ঐটার extinction আমাদের দয়ার উপরে ডিপেন্ড করবে। অবশ্য সাপ, শূকরের মত কুৎসিত হলেও টিকবেনা। ইঁদুর, তেলাপোকা, টিকটিকির মত হলে বাঁচবে কি না সেটা চায়নিজদের উপর ডিপেন্ড করবে। জলজ হলে স্বাদ হলেই খাওয়া হবে, রূপ দিয়ে বাঁচবেনা... সমুদ্রের অনেক দেখতে বদখত কিন্তু খেতে মজাদার প্রাণী আমরা খাই কিন্তু দেখতে সুন্দর কিন্তু খেতে খারাপ প্রাণী আমরা বাঁচিয়ে রাখি...(অক্টোপাস, স্কুইড খাই অথচ গোল্ড ফিস, লায়ন ফিস খাই না) আবার অতি সুন্দর হলেও অনেকেই খাবে না। যেমন আমরা আমাদের খাবার প্লেটে কোন মত্স্যকন্যার মাথা বা স্তন কল্পনাও করতে পারি না। অবশ্য লেজ খাওয়া যায়... কিন্তু মানুষ তাও খেতে পারবেনা... খেতে বসলে আমরা কল্পনার চোখে আমরা এদের সজল চোখ দেখতে পাবো। অবশ্য এই ক্ষেত্রেও অনেক কিছু হতে পারে। অনেক মানুষ আছে যাদের রুচি ক্যানিবালিস্টিক*...তারা খেতে পারে... অনেকেই আবার বলতে পারে গরু, মুরগী খাওয়ার সময়তো আর এগুলো চোখে ভাসে না, তাহলে মারমেইড ভাসবে কেন? হুম, আসলেই এলিয়েনগুলো বাঁচবে কিনা তা মানবজাতির দয়ার উপরে ডিপেন্ড করছে। :D এই ফাকে আমার খাওয়া এবং খেয়ে ভালো লেগেছে এমন কিছু bizarre খাবারের নাম বলি... ১। খরগোশ (দারুন) ২। কচ্ছপ ৩। ভুরি ৪। কাঁকরা ৫। সামুদ্রিক সাপ বা ইল ৬। অনেক ধরনের পাখি এবং পাখির ডিম (don't tell my mother please) * ক্যানিবালিস্টিক শব্দটা ক্যানিবালিজম থেকে এসেছে। এর অর্থ স্বজাতিকে খাওয়ার প্রবণতা। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মানুষের মাংস খায়। আমাদের রক্তে rhesus বানরের রক্ত থাকার কারণে আমরা মানুষরাও কিছুটা ক্যানিবালিস্টিক। thats why we kiss, chew, lick and suck each other... thats what we are supposed to do with our foods... right? never though that way? good, think this way... NB:খাদ্য সংক্রান্ত বক্তৃতা দিতে দিতে খিদা লেগে গেছে। মুরগীর কলিজা দিয়ে রুটি খাবো। চা খাবো।
Likes: 2
Comments: 0
No comments:
Post a Comment