>>> lolz, ফেসবুকের জন্য একটা স্ট্যাটাস লিখতে গিয়ে পুরা একটা ব্লগ লেখে ফেলেছি। so, ব্লগেই আপডেট হবে। ফেবু খালিই থাকুক। আজান দিচ্ছে। মুয়াজ্জিনের গলা সুন্দর নাই। মেজাজ খারাপ করা সুর। আত্মীয় লাগে, ধমক দেওয়া যাবে না। আমি ইদানিং সবার উপর বিরক্ত। সবার উপর। এই বয়সেই আমার এই অবস্থা। মড়ার সময় মনে হয় আমার বিছানার পাশে মাছিও আসতে পারবেন। আমারি বা কি দোষ। ারো াছ থেকেই আমি আশানুরূপ আচরণ পাই না। I hate the whole fucking world... and i am not insane... my mother had me tested :D Dr. Sheldon Cooper থেকে হালকা পাতলা ডায়লগ চুরি করলাম। btw, এক অলি আমাকে ফেসবুকে ধমক দিছে। উনার নাকি কোন এস পি মুরিদ আছে। আমাকে নাকি কয়েকদিনের মধ্যেই সাইজ করা হবে। আমি অবশ্য আমার pubic hair ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছি। খবরের কাগজে চোখ রাইখেন। ধরা পড়লে আমার ছবি ছাপাইতে পারে।
Likes: 1
Comments: 1
No comments:
Post a Comment