>> বাংলাদেশের সামাজিক, ঐতিহাসিক এবং সাংবিধানিক মতানুযায়ী বাংলাদেশে জামায়াতে ইসলামি বাংলাদেশ কোন রাজনৈতিক দল হওয়ার অধিকার রাখে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান হলেও মউদুদি মুসলমান এই দেশে নেই বললেই চলে। ইতিহাস সাক্ষী দেয় জামায়াতের প্রধান নেতারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। সংবিধান অনুযায়ী ধর্মকে পুঁজি করে বাংলাদেশে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারবে না। তবুও কিভাবে এত কিছুকে বুড়ো আঙ্গুলে দেখিয়ে বাংলাদেশে জামায়াতে ইসলামি একটি সক্রিয় রাজনৈতিক দল সেটা একটা আশ্চর্যের বিষয়। কিন্তু as long as they are a political party they have the right to do their political tasks... কর্মী সংগ্রহ, মিছিল, মিটিং, সভা-সেমিনার, জামায়াত কর্মী হওয়া এই ধরণের কার্যকলাপের জন্য জামায়াত এবং শিবির কর্মী গ্রেফতার করা কোন আইনের পর্যায়ে পরে না। As a authorized political party they are authorized to do these actions. প্রথমে নিষিদ্ধ করা হোক। পরে ধরপাকড় যা ইচ্ছে করুক। সরকার এবং মিডিয়ার ভূমিকার প্রতি নিন্দা জানাই। মিডিয়া এমন ভাবে জামায়াত শিবিরের কথা বলে যেন এরা কোন রাজনৈতিক দল না, এরা সন্ত্রাসী সংগঠন। শিবির, ছাত্রলীগ দুইটা দলের ভেতরে খারাপ কে? বিএনপির ছাত্রদলের কথা বাদ দিলাম। এইটা অছাত্র, ছাত্রদের বাবা এবং নপুংসকদের নিয়ে গড়া পঙ্গু দল। বিএনপি নিজেও নপুংসক। জামায়াতকে বিএনপি কোন দিন ছাড়বে না। জামায়াতের বরাতে পাওয়া বিদেশী(আরব এবং পাকিস্তানি) ডোনেশন দিয়েই বিএনপি চলে। আওয়ামীলীগও তুলসী পাতা না। ইন্ডিয়ার টাকায় চলে আওয়ামীলীগ। দেশের রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে আগামী নির্বাচনে যে কাকে ভোট দিবো সেটা নিয়েই কনফিউশনে পরে যাই। নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী দাঁড়ালে শিউড় জিতে যেত। বাংলাদেশই মনে হয় এক মাত্র দেশ যেই দেশে জনগণ চায় জান্তা সরকার আমাদের শাসন করুক।
Likes: 8
Comments: 1
i like to know so called mudodobad ,i think there is no mudodibad
ReplyDeleteany one know what is muododibad
my email rinquezaman63@gmail.com