>> আমি একটা জিনিষ প্রায়ই ভাবি। যদি lower IQ animal গুলোর সাথে কথা বলার জন্য কোন ট্রান্সলেটর টাইপ যন্ত্র আবিষ্কার হয় তাহলে ওরা আমাদের সাথে কি নিয়ে কথা বলবে! ওরা নিশ্চয়ই বলবেনা যে আজকের দিনটা অনেক সুন্দর। বা "ইশ, এমন পূর্ণিমার রাতে জবাই হতে ইচ্ছে করে" অথবা "আমাদের মারার কোন অধিকার তোমাদের নেই"... এমনকি মুরগী ডিম নিয়েও প্রতিবাদ করবে কিনা সন্দেহ আছে... ওদের কথার টপিক হবে যার যার খাদ্য সংক্রান্ত... যেমন গরু রাখালের সাথে আলোচনা করবে ঘাসের স্বাদ এবং গুনাগুণ নিয়ে... চিড়িয়াখানার বাঘ কিউরেটরের সাথে জঙ্গলের খাবারের স্বাদ নিয়ে স্মৃতিচারণমূলক গল্প বলবে... গুবরে পোকার গল্পগুলো disgusting হবে... "ঐযে অদূরে যেই গু দেখতেছেন, ঐটা এই মাত্র এক ইন্ডিয়ান আইফোনের মালিক হেগে গেছে... উপায় নাই, আজ ইন্ডিয়ান গু খেতে হচ্ছে... বাংলাদেশের সবাই আজকাল স্যানিটারি টয়লেট ব্যবহার করে... মাইগ্রেট করা ছাড়া উপায় দেখতেছি না..." সব চাইতে বেশী কথা এবং মুটামোটি মান সম্পন্ন কথা বলবে apes... কেউ কেউ হয়তো কয়েকটা দার্শনিক মন্তব্যও করে ফেলতে পারে। অথবা খেলার কমেন্ট্রি। অথবা বারাক অবামার পক্ষে ক্যাম্পেইন!
Likes: 8
Comments: 0
No comments:
Post a Comment