ঘুমের মধ্যে ইঁদুরের সাথে কথা বললাম। ট্রান্সলেটর দিয়ে। ঐযে যেটার কথা গতকাল রাতে বলছিলাম আরকি! ঐটাই স্বপ্নে দেখলাম... কি নিয়ে কথা বলেছি পুরোপুরি মনে নাই... কিছু কিছু স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠলে প্রচণ্ড রকমের exhausted feel হয়... ইঁদুরের সাথে কথা বলার স্বপ্ন এমনই একটা স্বপ্ন ছিল... আমার বেশ কিছু স্বপ্ন এবং দুঃস্বপ্ন আছে... এরা কিছুদিন বিরতি নিয়ে ফিরে ফিরে আসে... প্রিয় স্বপ্নের ভেতরে আছে ট্রেন ভ্রমণের একটা স্বপ্ন দেখি ঐটা একটা... আমার একটা খায়েশ মনে হয় অপূর্ণই থেকে যাবে। আমার ছোটকাল থেকে দুইটা স্বপ্ন(i mean আশা) আছে। ১। একটা হলুদ রঙের(কমলা হলেও চলবে) ট্রেনিং প্লেন আবীর রঙ্গে নেয়ে যাওয়া গোধূলির সময়ে রক্তিম সূর্যের সামনে দিয়ে যাওয়ার মুহূর্তে ছবি তোলার একটা শখ আছে। আমি মনে হয় ছবিটা ঠিক বুঝাতে পারলাম না। Lets try a lil bit more... সমগ্র আকাশ আবীর রঙ্গে রঙ্গিন... সূর্যটা নিজের সবচেয়ে highest frequency তে আলো বিচ্ছুরিত করে কিছুটা রক্তিম দেখাচ্ছে... ঠিক সেই মুহূর্তে সূর্যকে background করে একটা কমলা অথবা হলুদ রঙের ট্রেনিং প্লেন উড়ে যাচ্ছে। আর আমি অসাধারণ একটি ছবি তুলে ফেললাম... ক্লিক...সমস্তটি নিয়ে যে এই কল্পনাটা কি অপার্থিব সুন্দর আমি আপনাদের ঠিক বলে বুঝাতে পারবোনা। ২। একটা লাইভ প্যাসেঞ্জার বোয়িং প্লেন ক্রাশ দেখার একটা খায়েশ আছে। আমি ছোট কালেই যখন দেখতাম যে আমাদের বাসার উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে তখন আমি দোয়া করতাম এটা যেন এখন আমাদের বাড়ির পাশের মরুভূমিতে ক্রাশ করে... এক সাথে দুইটা আশা ছিল... ১। লাইভ প্লেন ক্রাশ দেখা ২। প্লেনে বসবাস করা... পরিত্যক্ত প্লেনকে হেড কুয়ার্টার বানানোর ইচ্ছা আমার অনেকদিনের... আমার অনেকগুলো সুন্দর সুন্দর এবং গুটিকয়েক কুৎসিত সুন্দর স্বপ্ন আছে... এগুলো অপূর্ণ রেখেই হয়তো আমি মারা যাবো... মৃত্যু বড়ই বেরসিক... আমার হৃৎপিণ্ড আমার সাথেই বেইমানি করবে...
Likes: 7
Comments: 0
No comments:
Post a Comment